Breaking
30 Apr 2025, Wed

এইকাল নিউজ:

Advertisement
‘বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না ‘ – এই শপথ ছড়িয়ে দেওয়ার কথা বলতে বলতে দশম বর্ষে পা দিল নৈহাটির একমাত্র বিজ্ঞানমেলাটি। চলল ৩০-৩১ মার্চ, এই দু’দিন। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত্রি ৯টা। বিজ্ঞান প্রদর্শণীতে অংশ নিল ৪টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী-সহ প্রায় ৯০ জন । ছিল বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে স্থিরচিত্র-সহ বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের আলোচনা। প্রদর্শণী শেষে দু’দিনই অনুষ্ঠান ছিল গান, নাটক ইত্যাদির।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির উপপোরপ্রধান ভজন মুখোপাধ্যায়, যিনি এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমরেশ বসু সরণী ও সংলগ্ন এলাকায় মেলা সংগঠিত করার জন্য উল্লেখযোগ্য সাহায্য করেন স্থানীয় পুরপিতা
রমেশ হালদার। পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দ্বিধাহীনভাবে সমস্ত প্রয়োজনীয় সম্মতি দেন। মেলার সাফল্য কামনা করে বার্তা পাঠান বিধায়ক
পার্থ ভৌমিক । বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়ার বার্তাবহনকারী মেলাটি শেষ হয় মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক অর্থসাহায্যের প্রত্যাশা না করে ব্যক্তিগত অর্থ-সাহায্যেই বিজ্ঞানমেলার খরচ সামলান আয়োজকরা। মেলার আয়োজক ছিল নৈহাটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড কালচার।

Developed by