Breaking
27 Nov 2025, Thu

৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল শিবদাসপুর থানা

এইকাল নিউজ : আচমকা অভিযান চালিয়ে দেবকে একটি বাড়ি থেকে ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল শিবদাসপুর থানার পুলিশ।
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ আইপিএস গনেশ বিশ্বাস জানান গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে দেবকে সাদেক আলি খান (৩৬)-এর বাড়িতে অভিযান চালায় শিবদাসপুর থানার পুলিশ। শনিবার দুপুরেই বাসুদেবপুর থানার পুলিশ ৭৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ একজনকে আটক করে। আর সেই খবর চাউর হতেই রাতারাতি নিজের বাড়ি থেকে সব বাজি সরিয়ে দেওয়ার ছক কষেছিল সাদেক। কিন্তু তার আগেই পুলিশ হানা দিয়ে সব বাজি বাজেয়াপ্ত করে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Developed by