Breaking
27 Nov 2025, Thu

ন্যাক এর এ প্লাস স্বীকৃতির পর রাজ্যের সেরা দশে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ


নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্ত নিয়ামক সংস্থা ন্যাক -এর পর্যবেক্ষণে এই কলেজ এ প্লাস স্বীকৃতি পেয়ে জায়গা করে নিল রাজ্যের প্রথম ১০ কলেজের তালিকায়।
নেট কর্তৃপক্ষের ঘোষণার পরই উৎসবের আমেজে মেতে ওঠেন কলেজ পরিচালন সমিতির সদস্য, অধ্যাপক-অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। বঙ্কিমচন্দ্র কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ড. রতন কুমার নন্দী বলেন, “এর আগে আমরা বি এবং বি প্লাস ক্যাটাগরির স্বীকৃতি পেয়েছিলাম। দীর্ঘদিন ধরেই লক্ষ্য ছিল এ প্লাস ক্যাটাগরির স্বীকৃতি অর্জন করা। অবশেষে এই লক্ষ্যে আমরা সফল হয়েছি। পরিচালন সমিতির সদর সমস্ত সদস্য-সহ সব অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র-ছাত্রীদের সম্মিলিত পারফরমেন্সেই এই লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে।”

ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. গৌতম কুমার ঘোষ বলেন,” আমরা গোটা রাজ্যে দশম এবং জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। এটা আমাদের কাছের অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে আমাদের লক্ষ্য এ প্লাস প্লাস স্বীকৃতি অর্জন।”


নেট কর্তৃপক্ষের থেকে সবুজ সংকেত মিলতেই শুক্রবার কলেজ প্রাঙ্গণ উৎসবের চেহারা নেয়। ঢাক বাজিয়ে আনন্দে মিছিল করেন ছাত্রছাত্রীরা।

Developed by