রিমা দাস, এইকাল নিউজ:
দেশজুড়ে চলছে লকডাউন। তার জেরে স্তব্ধ স্বাভাবিক জনজীবন। এই অবস্থায় কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এল ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি ও ভারতীয় জাদুঘর। ঘরে বসেই এবার ঘুরে দেখা যাবে এই সমস্ত স্থানগুলি। তার জন্য এবার বিশেষ ব্যবস্থা করা হয় প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে। লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষকে উৎফুল্ল রাখতেই এই সিদ্ধান্ত। এমনটাই বক্তব্য এই তিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিনিয়ত কিছু চিত্র, বস্তু ইত্যাদি ফেসবুকে তাদের প্রোফাইলে আপলোড করছে। কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘মূল সার্ভার অফিসে রয়েছে। তাই খুব বেশি কিছু আপলোড করা সম্ভব নয়। কিন্তু ব্যক্তিগতভাবে যে সব ছবি রয়েছে, মূলত সেগুলিকেই দু’তিন দিন অন্তর আপলোড করা হচ্ছে। দর্শকদের মধ্যে আগ্রহ বজায় রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রষ্টব্য ছাড়াও কিছু লেকচারও তুলে দেওয়া হচ্ছে।’
বিড়লা শিল্প ও কারিগরী সংগ্রহশালা বস্তুত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের (এনসিএসএম) অধীনে। এর মহানির্দেশক অরিজিৎ দত্তচৌধুরী বর্তমানে জাদুঘরের ভারপ্রাপ্ত অধিকর্তা। এবিষয়ে তিনি বলেন, ‘ফেসবুকে আমাদের এ নিয়ে প্রচার করা হয়েছে। সাধারণ মানুষ ঘরে বসেই তা দেখতে পারবেন।’
উল্লেখ্য, অনলাইনে দ্রষ্টব্য দেখার সুযোগ এতদিনও ছিল। কিন্তু, তার প্রচার সেরকম ছিল না। বিষয়টি অনেকের কাছেই অজানা রয়ে গিয়েছে। এই লকডাউনের সময় তাই নতুন করে বিভিন্ন দুস্প্রাপ্য ছবি, বস্তু, পুরা-নিদর্শন ইত্যাদি দেখানোর ব্যবস্থা করেছে ওই তিন প্রতিষ্ঠান।
ভারতীয় জাদুঘরের সঙ্গে বহু আগেই গুগল আর্ট নামক একটি সংস্থার গাঁটছড়া হয়েছিল। তবে অনেকেই তা সেভাবে জানেন না। গুগল আর্টে জাদুঘরের কিছু বাছাই করা নিদর্শনের ছবি ও তার তথ্য আপলোড করে রাখা হয়েছে। যে কেউ যেখান থেকে খুশি তা দেখতে পারবেন। তাই এই সময়টা দর্শকদের কাছে সেই সব মূল্যবান বস্তু তুলে দিতে গুগল আর্টের লিঙ্ক মিউজিয়ামের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।