শোভনলাল রাহা,এইকাল নিউজ:

নৈহাটি বিধানসভা এলাকার কোন মানুষকে অভুক্ত থাকতে না হয় তার জন্য কমিউনিটি কিচেন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক পার্থ ভৌমিক ।
না, কোনও লাইনে দাঁড়িয়ে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। বেরোতে হবে না বাড়ির বাইরেও।
এই কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার মানুষের ঘরে পৌছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে বিধায়ক জানান।
আপাতত ১৬ই এপ্রিল থেকে ৩০শে মে পর্যন্ত খাবার সরবরাহ করা হবে। খাবার পেতে আগের দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে ০৩৩ ২৫৮১ ১০৭২ ফোনের মাধ্যমে।
নৈহাটিবাসীর প্রতি বিধায়কের বার্তা, ‘আমাকে যাঁরা ভোট দিয়েছেন বা দেননি, প্রত্যেকেই আমার বৃহত্তর পরিবারের অংশ। আমি যতদিন নৈহাটির বিধায়ক আছি, আমার এলাকার একজনও অনাহারে মারা যাবে না। আপনি তৃণমূল হলেও আমাকে ফোন করুন, আপনি সিপিএম, বিজেপি, কংগ্রেস হলেও আমাকে ফোন করুন। আপনার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব আমার।’
জানা গিয়েছে, সমগ্র বিষয়টির ব্যবস্থাপনার দায়িত্ব থাকছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস ও নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস।

