Breaking
27 Nov 2025, Thu

সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে জেটিয়া থানা এলাকা

নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে সমগ্র জেটিয়া থানা এলাকা। ইতিমধ্যেই থানা এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা থাকলেও নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে জেটিয়া থানা সূত্রে খবর। জেটিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের আবেদনে সাড়া দিয়ে তাই বৃহস্পতিবার তাঁর হাতে ১০টি সিসি ক্যামেরা তুলে দিলেন কাঁপা ব্যবসায়ী সমিতির সদস্যরা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিন বিশেষ কর্মসূচি পালন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানা ও কাঁপা ট্রাফিক গার্ড। সেই অনুষ্ঠানের মঞ্চেই এই সিসি ক্যমেরাগুলি ওসি উত্তম কুমার সরকারের হাতে তুলে দেওয়া হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। পাশাপাশি স্থানীয় নৈহাটির বিধায়ক সনৎ দে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই জেটিয়া থানাকে ১০টি সিসি ক্যামেরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবারের অনুষ্ঠানে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে বাইক আরোহীদের হেলমেট প্রদানের পাশাপাশি ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, নাইট গার্ড ও দুঃস্থ এলাকাবাসী-সহ ৮০ জনকে মনসুন কিট উপহার দেওয়া হয়। উপহার হিসাবে দেওয়া হয় ছাতা, রেনকোট, টর্চ প্রভৃতি। কাঁপা ট্রাফিক গার্ড এবং জেটিয়া থানার দুই ওসি কুতুবউদ্দিন বক্তিয়া এবং উত্তম কুমার সরকারের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নৈহাটির বিধায়ক সনৎ দে ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী।নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, ‘নিজেদের স্বার্থে নয়, শুধুমাত্র মানুষের কল্যাণে, পথচলতি সাধারণ মানুষ যাতে দিনের শেষে নির্বিঘ্নে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, সেই কারণেই পুলিশ হেলমেট পরা বা গাড়ির গতি নিয়ন্ত্রণ নিয়ে কড়াকড়ি করে। আমাদের সকলের উচিত পুলিশের এই উদ্যোগে পাশে থাকা।’ নেতিবাচক মনোভাব দূরে সরিয়ে ইতিবাচক ভাবে পুলিশকে গ্রহণ করার জন্য সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যারাকপুর কমিশনারেটের কমিউনিটি পুলিশিং-এর ওসি অনুসুয়া চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সৌমানন্দ সরকার, আইসি বীজপুর অংশুমান চক্রবর্তী, ওসি শিবদাসপুর সমীর দাস, কাঁচড়াপাড়ার পুরপ্রধান কমল অধিকারী, ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে-সহ কাঁপা-চাকলা ও মাঝিপাড়া পলাশী পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং নির্বাচিত সদস্যরা। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে।

Developed by