Breaking
27 Nov 2025, Thu

Census 2027: জণগণনা বিজ্ঞপ্তি জারি, আপনার বাড়ি গিয়ে কী কী জানতে চাইবে কেন্দ্র?

শোভনলাল রাহা

এইকাল নিউজ: বেশ কিছুদিন ধরে জনগণনার জন্য অপেক্ষা করছে এবং অবশেষে এই প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের ১৬ জুন। ১৯৪৮ সালের জনগণনা আইনের অধীনে বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক জনগণনা এবং জাতিগণনা সম্পর্কিত সরকারি গেজেট জারি করা হয়েছে। সেইসঙ্গে জনগণনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংস্থা এবার সক্রিয় হবে। প্রথমে, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, ফর্ম্যাট প্রস্তুতকরণ এবং ফিল্ড ওয়ার্ক কাজের পরিকল্পনা করা হবে। দেশে প্রথমবারের মতো, জনগণনা এবং জাতিগণনা একসঙ্গে পরিচালিত হচ্ছে।পুরোপুরি ভাবে ভারতের পরবর্তী জনগণনা (Census) শুরু হতে চলেছে ২০২৭ সালের ১ মার্চ থেকে। এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নতুন দিক, জাতি ও উপজাতির বিস্তারিত তথ্য। সরকার সূত্রের খবর, ২০১১ সালের পর এই প্রথম, অর্থাৎ দীর্ঘ ১৬ বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই আদমশুমারি। ২০২১ সালের কোভিড মহামারীর কারণে বাতিল হয়ে গিয়েছিল আদমশুমারি।সরকারি ভাবে ২০২৭ সালের ১ মার্চ জনগণনা শুরুর কথা হলেও, প্রথম ধাপের কাজ শুরু হবে তারও আগে, ২০২৬ সালের অক্টোবর মাসে। লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শীতকালের আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার কারণে, এসব রাজ্যে আগেই আদমশুমারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, আসন্ন এই আদমশুমারি হবে দু’টি ধাপে। কারণ এবার নাগরিকদের থেকে শুধু জনসংখ্যার তথ্য নয়, আরও বিস্তৃত সামাজিক ও আর্থিক তথ্যও সংগ্রহ করা হবে। বিশেষভাবে যুক্ত হচ্ছে জাতি ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন, যা ভারতের জনগণনায় এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে।চলতি বছরের ৩০ এপ্রিল কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে, ২০২৭ সালের আদমশুমারিতে জাত ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন থাকবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন জাতি ও উপজাতির নাম এবং প্রতিটির অন্তর্গত জনসংখ্যার সংখ্যা নির্ধারণ করা হবে। বিরোধী দলগুলির দীর্ঘদিনের দাবির পর সরকার এই সিদ্ধান্ত নেয়।উল্লেখযোগ্য বিষয় হল, এই সিদ্ধান্ত এল এমন এক গুরুত্বপূর্ণ সময়ে, যখন বিহারের বিধানসভা নির্বাচন দুয়ারে। বিহারে প্রায় ৬৩ শতাংশ মানুষ অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি (Extremely Backward Class) বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত (OBC)। ফলে আদমশুমারিতে জাতপাতের তথ্য সংগ্রহ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Developed by