Breaking
30 Apr 2025, Wed

ব্যারাকপুর কমিশনারেটের মানবিক জনহিতকর উদ্যোগ

শোভনলাল রাহা, এইকাল নিউজ

:ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সাধারণ মানুষের জন্য চালু করা হল “সারথি” নামে একটি আপৎকালীন ট্যাক্সি পরিষেবা। ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এই পরিষেবার শুভ উদ্বোধন করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা।

ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান,” সাধারণ মানুষের সুবিধার্থে আমরা এই আপৎকালীন ট্যাক্সি পরিষেবা চালু করলাম। এখানে আমাদের কন্ট্রোল রুমের একটি ফোন নাম্বার দেওয়া আছে(৯৮৭৪৪৪৭৯২৯)। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কারোর যদি আপৎকালীন কোনো ট্যাক্সি প্রয়োজন হয়, তাহলে তিনি এই নাম্বারে কল করলে, আমাদের তরফ থেকে তাকে এই পরিষেবা দিয়ে সাহায্য করা হবে। আপাতত ৫ টি ট্যাক্সি দিয়ে এই পরিষেবা চালু করা হল।”

Developed by