এইকাল নিউজ: রাজ্যের চিন্তা বাড়িয়ে বাংলার আরও ৬ জেলাকে রেড জোনের আওতায় ফেলল কেন্দ্র। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি এবার নতুন করে রেড জোনের আওতায় ঢুকল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদহ।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদন রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছেন, কোনও জেলায় ২১ দিনের মধ্যে নতুন করে কেউ সংক্রমিত নাহলে তবেই তাকে গ্রিন জোন ঘোষণা করা যাবে। এই ক্ষেত্রে কেন্দ্রের গাইডলাইন মেনে করোনা সংক্রমণ মুক্ত ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে লকডাউন শিথিলের বিষয়েও রাজ্যের হাতে ততটা ক্ষমতা থাকছে না। তবে স্বাস্থমন্ত্রকের স্পষ্ট নির্দেশ, কেন্দ্রকে না জানিয়ে কোনও জোন করোনা সংক্রমণ মুক্ত ঘোষণা করতে পারবে না রাজ্যগুলি।