Breaking
30 Apr 2025, Wed

বীজপুরে আক্রান্ত সাংবাদিক, প্রতিবাদে ধিক্কার সমাবেশ

এইকাল নিউজ:

গত রবিবার, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হালিশহর। সেই খবর সংগ্রহ করতে গেলে, সাংবাদিক স্বর্ণদ্বীপ সূত্রধরের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর মাথায় রিভলবার ঠেকানো হয়, এবং তাঁর মানিব্যাগ কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়। কিছু সহকর্মী সাংবাদিক তাঁকে উদ্ধার করেন। কিন্তু এই ঘটনার ৪৮ ঘণ্টা পরেও দুষ্কৃতীরা ধরা পড়েনি। অভিযোগ, দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তবু্ও নীরব। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কাঁচরাপাড়া গান্ধী মূর্তির পাদদেশে এলাকার সমস্ত সাংবাদিক কালো ব্যাচ পরে ধিক্কার সমাবেশে অংশ নেন।

প্রসঙ্গত,এর আগেও এই এলাকায় বহুবার গণত্রন্তের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ হয়েছে।

Developed by