Breaking
30 Apr 2025, Wed

বিধায়ক পার্থ ভৌমিকের নেতৃত্বে কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কৃষিবিল, বেকারত্ব ও মহিলাদের ধর্ষণ-খুনের প্রতিবাদে জনসমুদ্র নৈহাটিতে

এইকাল নিউজ:

কেন্দ্রের জনবিরোধী কৃষি বিল এবং উত্তরপ্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মীকির ধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসমুদ্র আছড়ে পড়ল নৈহাটির রাজপথে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নেতৃত্বে নদীয়া মিলের বাস স্ট্যান্ড থেকে শুরু করে নয়াবাজার ফায়ারব্রিগেড মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে এইপ্রতিবাদ মিছিল শনিবার বিকেলে কার্যত জনসমুদ্রের আকার নিল।

মিছিলের পুরোভাগে ছিলেন নৈহাটির মুখ্য পুরপ্রশাষক অশোক চট্টোপাধ্যায়,উত্তর চব্বিশ পরগণা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল নেতা সুবোধ অধিকারী, নৈহাটির পুরপ্রশাষক পর্ষদ সদস্য সনৎ দে এবং সর্বপরি নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এদিনের এই প্রতিবাদ মিছিলে একদিকে যেমন ছিলেন কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষজন তেমনই ছিলেন শিল্পী ও বুদ্ধিজীবীরাও। মিছিলে ট্যাবলো নিয়ে গান গেয়েছেন শিল্পী নূতন ভৌমিক। ছিল প্রতীকী ট্রাক্টর ও লাঙল।

বিধায়ক পার্থ ভৌমিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনবিরোধী এই কৃষিবিল ষড়যন্ত্রমূলক। যা কৃষকদের হত্যার ষড়যন্ত্রেরই নামান্তর। পাশাপাশি আমরা আজ মা বোনেদের সম্ভ্রম ও অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমেছি। তাছাড়া মোদি সরকারের আমলে বেকারত্বের সংখ্যা গত 45 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা তার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছি।শনিবার বিকেলে আয়োজিত তৃণমূলের এই প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। নৈহাটি বিধানসভা কেন্দ্রের গ্রামগঞ্জ থেকে কৃষক পরিবারের বহু সদস্যরা এই মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন।

Developed by