Breaking
30 Apr 2025, Wed

বীজপুরের জনজোয়ারে এসে পার্থ-সুবোধের ভূয়সী প্রশংসা করলেন মমতা

এইকাল নিউজ:

Advertisement

এলাকার এক বিরোধী নেতা ভোটের আগে অস্ত্র বোমা গুলির আমদানি করছেন। তার বিরুদ্ধে নৈহাটির দুবারের বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে প্রতিরোধ গড়ার আহবান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বীজপুরের জনসভায় এসে শনিবার নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের ভুয়সী প্রশংসা করেন দলনেত্রী। তিনি বলেন, ‘পার্থ আমার অত্যন্ত প্রিয় ও কাছের একজন। বঙ্কিমের শহর, সাংস্কৃতির পূণ্যভূমি নৈহাটিতে পার্থর থেকে ভালো প্রার্থী আর কেউ হতেই পারে না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি।’ বিধায়ক পার্থর বিধানসভার বক্তব্যেরও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী সম্পর্কে বলেন, সুবোধকেও প্রয়জন আছে যাতে আপনার বাড়ি লুট না হয় যাতে এলাকা লুট না হয়। হালিশহর লুট না হয়।

তাঁর কথায়, ‘পার্থ হল মিষ্টি ছেলে, আর বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে দুষ্টু ছেলে। বীজপুরকে বিজেপির হাত থেকে বাঁচাতে হলে এরকম দুষ্টু ছেলেরই প্রয়োজন।’

শীতলকুচির ঘটনায় শনিবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। বীজপুর জনসভায় এদিন এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। তিনি বলেন, ‘শিলিগুড়ির জনসভায় দাঁড়িয়ে মৃতদের প্রতি সমবেদনা না জানিয়ে যারা গুলি চালিয়েছে, তাদের ক্লিনচিট দিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী।আর এই হিংসার সবই নিয়ন্ত্রণ করছেন অমিত শাহ। দেশের জন্য কাজ না করে বাংলায় এসে চক্রান্ত করছেন।’ মুখ্যমন্ত্রী রবিবার সবাইকে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কালো পতাকা ও কালো ব্যাচ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাতে আবেদন জানান।

আজ বীজপুরে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। গতকাল রাতেই সভার প্রস্তুতি শেষ হয়েছে।
সভাস্থল থেকে হালিশহর স্টেশন এবং কাঁচরাপাড়ার থানা মোড় পর্যন্ত লাগানো হয়েছে প্রায় ৩৫০০ মাইক।
অগুনিত মানুষ সভাস্থলে আসবেন ধরে নিয়ে আঁটোসাটো পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে ।
বিরাট ৪০ × ৩০ ফুট মঞ্চে মুখ্যমন্ত্রী ও তাঁর দেহরক্ষী , বিজপুর ও নৈহাটির ২ প্রার্থী এবং স্থানীয় ২০ জন স্থানীয় তৃণমূল নেতা- নেত্রী উপস্থিত ছিলেন ।

হালিশহরের ১০ জন এবং কাঁচরাপাড়ার ১০ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন।
স্থানীয় তৃণমূলের পক্ষে সোনালী সিংহরায়।
সভা পরিচালনা করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য।
টিম সুবোধের ১২ জনের মধ্যে মঞ্চে থাকতে পারেন কাঁচরাপাড়ার ১০ জন । এই ১২ জন হলেন সুদামা রায়,খোকন তালুকদার, কমল অধিকারী, রামাশঙ্কর গিরি, রূপেশ সাউ, মলয় ঘোষ, সোনালী সিংহরায়, খোকন বণিক, মিন্টু সামন্ত , দিলীপ ঘোষ, সুজিত দাস এবং উৎপল দাশগুপ্ত ।টিম সুবোধের পক্ষে মঞ্চে থাকবেন হালিশহরের ১০ জন । এঁরা হলেন রাজু সাহনি, অংশুমান রায়, প্রণব লোহ, প্রবীর সরকার, শুভঙ্কর (সোনাই) ঘোষ, রাজু বিশ্বাস এবং আরও ৪ জন ।
সভাস্থলের কাছেই করা হয়েছে হেলিপ্যাড। সেখানেই আজ দুপুরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে নামলেন।

হালিশহর সবুজ সংঘের মাঠে এদিনের মুখ্যমন্ত্রীর জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

Developed by