Breaking
30 Apr 2025, Wed

প্রয়াত বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং


পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement


প্রয়াত বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একসময়ে রাজ্যের দাপুটে আইপিএস অফিসার ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নেওয়ার পর যোগ দিয়েছিলেন রাজনীতিতে।

লোকসভা ভোটে প্রথমে কংগ্রেসের টিকিটে হাওড়া ভোটে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ওই পুলিসকর্তা। কিন্তু জিততে পারেননি। এরপর দলবদল করে যোগ দেন তৃণমূলে। ২০১১ সালের বিধানসভা ভোটে হাওড়ার বালি থেকে বিধায়ক হন সুলতান সিং। রাজ্যের ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যানও ছিলেন তিনি। পরেরবার অর্থাত্‍ ২০১৬-এ অবশ্য সুলতানকে আর প্রার্থী করেনি রাজ্যের শাসকদল। তবে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য করা হয়েছিল।

কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরিয়ে দাঁড়ান সুলতান সিং। এদিন ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক।

Developed by