Breaking
15 Jan 2026, Thu

রানাঘাটে গ্রেপ্তার দুই মোবাইল চোর

নিজস্ব প্রতিবেদন,নদিয়াঃ দুই মোবাইল চোরকে গ্রেপ্তার করলো রানাঘাট জি আর পি থানার পুলিশ।গোপ্নসুত্রে খবর পেয়ে তাদের নদিয়ার চাকদা প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হল।পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে চোরাই মোট ৬ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।ধৃতদের নাম রাজু ডোম এবং ছোটন ঘোষ। রাজুর বাড়ি উত্তর ২৪ পরগনার কাচড়াপাড়ায় এছাড়া ছোটনের বাড়ি মালদা জেলার রতুয়াতে।রবিবার সকালে তাদের দুইজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

Developed by