
শোভনলাল রাহা, নৈহাটি : যৌথ অভিযানে ২৭ কেজি গাঁজা-সহ তিনজনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও শিবদাসপুর থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের সক্রিয় সহযোগিতায় শিবদাসপুর থানার পুলিশ নতুন হাট বাজার এলাকায় অভিযান চালায়। ব্যারাকপুর নর্থ জোনের ডিসিপি গণেশ বিশ্বাস জানান, একটি কন্টেনারে ২৭ কেজি গাঁজা পাচার করা হচ্ছিল। সেসময়ই হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া ২৭ কেজি গাঁজা। ধৃতদের নাম বিশ্বজিৎ রায় (৩৪), সুজিত বড়ুয়া (৩৬) এবং অজয় বিশ্বাস (৪৪)। প্রথমজন উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি জলপাইগুড়ি এলাকায়। কোথা থেকে গাঁজা কন্টেনারে তোলা হয়েছিল, কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেসব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

