Breaking
15 Jan 2026, Thu

শিক্ষক সমস্যা মেটাতে ইন্টার্নশিপ

নিজেস্ব প্রতিনিধি, কোলকাতা
সরকারি স্কুলে শিক্ষক সমস্যা মেটাতে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ছেলেমেয়েদের দিয়ে ইন্টার্নশিপ করানোর কথা ভাবছে রাজ্য। সোমবার, নবান্নে সারা রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষদের নিয়ে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্নশিপে বেতন হবে প্রাথমিক স্তরে ২ হাজার ও মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা। নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের আধিকারিকরা। বৈঠক সফল বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষক সমস্যা মেটাতে ইন্টার্নশিপ শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইন্টার্নশিপের পরে সার্টিফিকেট পাওয়া যাবে। পারফর্মেন্সের ভিত্তিতে পরবর্তীতে চাকরি পেতে সুবিধা হবে বলে আশ্বাস দেন মমতা। এমনিতে বহু যুবকযুবতী টেট ও এসএসসি দিয়ে পাশ করার পরেও চাকরি পাননি। তাঁদের অগ্রাধিকার না দিয়ে, সদ্য পাশ করা ছেলেমেয়েদের দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দীহান অনেকেই।

Developed by