Breaking
1 Dec 2025, Mon

এবারের কুম্ভমেলার বাজেট ৪২০০ কোটি

বঙ্গনিউজ ডেস্ক

এবারের কুম্ভমেলার বাজেট ২০১৩ সালের মহাকুম্ভের থেকে তিনগুণ বেশি। এযাবৎ এবারের কুম্ভমেলাতেই সবথেকে বেশি খরচ করছে উত্তরপ্রদেশ সরকার। সবমিলিয়ে ৪২০০ কোটি টাকা কুম্ভমেলার জন্য বরাদ্দ করেছে তারা। রাজ্য়ের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল জানিয়েছেন, মহাকুম্ভের সময় ২০১৩ সালে আগেকার সরকার ১৩০০ কোটি টাকা খরচ করেছিল। এবার ৪২০০ কোটি টাকা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরও খরচ করছে।আগের তুলনায় এবার কুম্ভমেলার জায়গাও দ্বিগুণ বেড়েছে। আগে ১৬০০ হেক্টর জমিতে মেলা হত। এবার হচ্ছে ৩২০০ হেক্টরে। যোগী আদিত্যনাথের সরকার অর্ধ কুম্ভমেলাকে কুম্ভমেলায় বদলে দিয়েছেন। কুম্ভে স্নানের জন্য ৬টি পূণ্য দিন রয়েছে। মকর সংক্রান্তি, পৌষ পূর্ণিমা, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা ও মহা শিবরাত্রি।

Developed by