Breaking
15 Jan 2026, Thu

ব্যারাকপুরের এক বুথে পুনর্নির্বাচন

এইকাল নিউজ: বিজেপির দাবি মেনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

পুনর্নির্বাচন হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভার 116 নম্বর বুথ, কাঁচরাপাড়া উদ্বোধনী বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। 12 মে, রবিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোটের সঙ্গেই বীজপুরের এই ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত।

উল্লেখ্য, গত 6 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটের পর বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছিল বিজেপির রাজ্য প্রতিনিধিদল। পরে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অরজুন সিং নিজেও তাঁর লোকসভা কেন্দ্রের 14টি বুথে পুনর্নির্বাচন দাবি করেন। কিন্তু 14টি নয়, শুক্রবার একটি মাত্র কেন্দ্রে ফের ভোটগ্রহণের কথা ঘোষণা করে কমিশন। প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ভোটের হার সবচেয়ে কম ছিল এই বীজপুরেই।

Developed by