Breaking
30 Apr 2025, Wed

মহাত্মা গান্ধীর জন্মদিনে ব্যারাকপুর গান্ধী ঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করলেন রাজ্যপাল

এইকাল নিউজ:

Advertisement
উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধী ঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে আজ পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ধনকার। এদিন সকাল ন’টা নাগাদ রাজ্যপাল ব্যারাকপুরের গান্ধী ঘাটে এসে পৌঁছান। প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গান্ধীজীর রচনা থেকে পাঠ করে। পরে রামধনু পরিবেশিত হয়। রাজ্যপাল এদিন সূত্র যঙ্গেও অংশ নেন। সস্ত্রীক রাজ্যপাল ছাড়াও এ দিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাজ্যপাল সাংবাদিকদের জানান, সমগ্র জাতি আজ জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করছে। গান্ধীজীর নীতি এবং আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। যা সমগ্র দেশকে অহিংসার হাত থেকে বাঁচাতে পারে।

Developed by