Breaking
15 Jan 2026, Thu

বিধায়ক পার্থর উদ্যোগে চলছে শহর পরিশোধন

শোভনলাল রাহা, এইকাল নিউজ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবস্থাপনায়, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগীতায়, পৌর প্রধান অশোক চ্যাটার্জি-র উপস্থিতিতে পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সারা নৈহাটি স্যানিটাইজ করা হচ্ছে।
নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনা ভাইরাস (CIVID 19)যে মহামারির আকার ধারন করেছে, সেই মহামারির কবল থেকে প্রিয় শহরকে রক্ষা করবার জন্য নৈহাটি পৌর অঞ্চল জুড়ে জীবানুনাশক দিয়ে স্যানিটাইজ করার কাজ চলছে।

Developed by