Breaking
30 Apr 2025, Wed

করোনা ত্রাণে আর্থিক সাহায্য আরবিসি ইভিনিং কলেজের

শুভম দাস, এইকাল নিউজ :

Advertisement

দেশজুড়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রত্যেকটি রাজ্যেই কমবেশি করোনা ভাইরাসে আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়ে আর্থিক অনুদান দেওয়ার ব্যাপারে এগিয়ে এসেছে বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়। করোনা মোকাবিলায় কঠিন লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র ইভিনিং কলেজ । করোনা আক্রান্ত পীড়িতদের সাহায্যে কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ত্রাণ তহবিলে আলাদা আলাদাভাবে এক লক্ষ টাকা দান করা হল। দেশের এই কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ইভিনিং কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, অ-শিক্ষক কর্মী, অ্যালুমিনি এ্যাসোসিয়েশন ‘প্রাক্তনিকা’, ছাত্র সংসদ ও সকল ছাত্র ছাত্রী এবং কলেজের সকল সদস্য-সদস্যা।

Developed by