এইকাল নিউজ:
করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এর ফলে ভিন রাজ্যে আটকে পড়েছেন বাংলার প্রায় ২ লক্ষ শ্রমিক। এবার এই শ্রমিকদের আর্থিক সহায়তার জন্য ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করল রাজ্য সরকার। স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নবান্নে এক প্রশাসনিক বৈঠক এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ভিন রাজ্যে বাংলার যে সমস্ত শ্রমিকরা আটকে রয়েছেন, তাদের সামান্য আর্থিক সুরক্ষার জন্য স্নেহের পরশ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ওই শ্রমিকদের ব্যাংক একাউন্টে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করা যাবে। তার যাবতীয় তথ্য যাচাই করা হবে ২৪ ঘন্টার মধ্যে। প্রশাসনের তরফে অনুমতি দিলে শ্রমিকের ব্যাংক একাউন্টে এক হাজার টাকা পাঠানো হবে, বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
পাশাপাশি ভিন রাজ্যে আটকে থাকা বাংলা শ্রমিকদের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। লকডাউন শেষে তারা রাজ্যে ফিরলেই স্ক্রীনিং করানো হবে তাদের। এছাড়াও রাজ্যে ফিরে হোম কোয়ারান্টিনে তাদের থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ইতিমধ্যেই বেশ কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে অবস্থিত সংশ্লিষ্ট চটকল গুলিতে মাত্র পাঁচ শতাংশ শ্রমিককে দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যে সমস্ত শ্রমিকরা কাজ হারিয়েছেন, এলাকাভিত্তিক তাদের কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।