এইকাল নিউজ:
কলকাতায় ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার সেই সমস্ত জায়গাগুলিতে কমব্যাট ফোর্স নামাল কলকাতা পুলিশ।
গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রেড জোন তালিকাভুক্ত এলাকাগুলিতে প্রয়োজনে সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হবে। সেই মতোই এদিন কমব্যাট ফোর্স নামানো হল শহরের রাজপথে। কলকাতা পুলিশের ডিসি সাউথ মিরাজ খলিলের সঙ্গে এদিন এলাকার লকডাউন পরিস্থিতি ঘুরে দেখল কমব্যাট ফোর্স।
কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের আওতাধীন ৯টি ডিভিশনেই ৮ জন করে কমব্যাট ফোর্স মোতায়েন করা থাকবে। ৬০ জনের বেশি কমব্যাট ফোর্সকে নামানো হয়েছে। ৯টি ডিভিশনে কমব্যাট ফোর্সের নেতৃত্বে থাকবে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিরা। ফাইবারের লাঠি ঢাল ও সেমি অটোমেটিক রাইফেল নিয়ে হট স্পট এলাকাগুলিতে টহল দেবে।
করোনার স্পর্শকাতর এলাকাগুলিতে লকডাউন অমান্য করা হলে কড়া পদক্ষেপ নেবে এই কমব্যাট ফোর্স। এছাড়াও করোনার চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তার-নার্সদের হেনস্থা করা হলেও বিষয়টি কড়া হাতে দমন করবে কমব্যাট ফোর্স। ফল বাজার, নারকেল ডাঙ্গা, বড়বাজার রিপন স্ট্রিট প্রভৃতি এলাকায় বাড়তি নজর দেবে এই ফোর্স। এবিষয়ে কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘প্রথম থেকেই শহরের সর্বত্র আমাদের কড়া নজরদারি রয়েছে। মাইকে প্রচার করে মানুষকে সচেতন করা হয়েছে। তারপরেও কিছু কিছু এলাকায় মানুষের অবাধ্যতা নজরে এসেছে। তাই সেই এলাকার কমব্যাট ফোর্স পাঠানো হচ্ছে।’