Breaking
30 Apr 2025, Wed

জনসচেতনতায় দ্বিতীয় দিন মাইকি হাতে রাস্তায় মুখ্যমন্ত্রী

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement

জনসচেতনতায় ফের একবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে সোজা তিনি চলে যান খিদিরপুর সেখান থেকে পার্ক সার্কাস মুখ্যমন্ত্রী আসেন বালিগঞ্জে। গাড়িতে বসেই মাইক হাতে চালান জনসচেতনতা প্রচার। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা কে সাথে নিয়ে এদিন শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলেন, “সমস্যা হচ্ছে জানি কিন্তু পরিবারকে বাঁচাতে ঘরে থাকুন। করুনার জন্য বিশ্বজুড়ে লড়াই চলছে।” সাধারণ মানুষকে সচেতন করে তার বার্তা, “একসঙ্গে থাকলে সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। রোগ থেকে দূরে থাকার জন্য পরিষ্কার থাকুন সাবান দিয়ে হাত ধোবেন। সমস্যা হলে পুলিশ কে বলুন। এমনকি কোনো প্রয়োজন পড়লেও পুলিশকেই বলুন।”

একই সঙ্গে খুব প্রয়োজন রাস্তায় বের হলেও সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে বাইরে বেরোনোর পরামর্শ দেন তিনি। মাস ব্যবহার করার আবেদন করেন। বলেন, “আর কয়েকটা দিন কষ্ট করুন। অসুবিধা হলেও লকডাউন মানুন। সব সর্দি-কাশি করো না নয়। যদি সর্দি কাশি হয় তাহলে হাসপাতালে যাবেন। পুলিশ প্রশাসনকে সাহায্য করুন।” সাহস জুগিয়ে তিনি বলেন, “চিন্তা করার কিছু নেই একদম ভালো হয়ে যাবেন। কারোর ফুসফুস, হার্টের সমস্যা থাকলে বা ডায়ালিসিস করলে তারাও একটু যত্ন করলে ভালো হয়ে যাবেন।”

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাসবিহারী কালীঘাট চত্বরে সচেতনতার বার্তা দিতে সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছিলেন শহরের পথে।

Developed by