Breaking
16 Jan 2026, Fri

এনআরএসে করোনা আক্রান্ত আট

এইকাল নিউজ:

এনআরএস হাসপাতালে ফের মিলল করোনা আক্রান্তের হদিস। এবার করোনা পজেটিভ রিপোর্ট এল হাসপাতালে ভর্তি আট রোগীর। যার মধ্যে ছ’জনই প্রসূতি। শনিবার এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন পুরুষ মেডিসিন বিভাগের এক রোগী। আর একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। বাকি সাতজনকে আইসোলেশন বিভাগে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবারই এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, শরীরে সংক্রমণের লক্ষণ দেখা দিতেই প্রথম থেকেই এঁদের আইসোলেশন বিভাগে রাখা হয়। এদিকে শনিবার আটজনের রিপোর্ট এসে পৌঁছাতেই তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, এই সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা অন্যান্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা পাঠানো হবে স্বাস্থ্যদফতরের কাছে। সেই তালিকা অনুযায়ী, কাদের কোয়ারেন্টাইন এ পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেবে স্বাস্থ্যদফতর।

Developed by