Breaking
30 Apr 2025, Wed

আরও দু’ সপ্তাহ বাড়তে পারে লকডাউন! নজর ১১ শহরে

এইকাল নিউজ:

Advertisement
দেশে আরও দু’সপ্তাহ বাড়তে পারে লকডাউন। সূত্রের খবর, আগামী ৩১ মে ‘মন কি বাত’ অনুষ্ঠানে পঞ্চম দফার এই লকডাউনের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পঞ্চম দফার এই লকডাউনে মূলত নজরে রাখা হবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, ইন্দোর-সহ দেশের ১১ টি শহরকে, যেখানে করোনা সংক্রমণ দেশের মূল সংক্রমণের ৭০%।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ১৬ দিনে দ্বিগুণ হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, দেশে করোনা আক্রমণের ৭০% ১১ টি বড় শহরের মধ্যে সীমাবদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ১ জুন থেকে দেশে শুরু হতে চলা পঞ্চম দফার লকডাউনে মূলত প্রধান নজর থাকবে দেশের সবথেকে বেশি সংক্রমিত এই ১১ শহরেই। এই ১১

টি শহর হল কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, থানে, আমেদাবাদ, ইন্দোর, জয়পুর এবং সুরাট। সুতরাং এই শহরগুলিকে করোনামুক্ত করার জন্য বিশেষ কোনও নির্দেশিকা থাকতে পারে পঞ্চম দফার লকডাউনে।
পাশাপাশি এবারের লকডাউনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে কিছু শিথিলতা আনা হলেও শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল খুলবে না বলেই সূত্রের খবর।

Developed by