Breaking
30 Apr 2025, Wed

করোনা আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়

এইকাল নিউজ:

Advertisement

দুঃসংবাদ। করোনা আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা চার দশকের কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

প্রাক্তন রাষ্ট্রপতির বয়স এখন ৮৪ বছর। অতীতে একবার বড় রকমের হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তা ছাড়া ইদানীং তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছিল না। মাস ছয়েক আগে একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কারণ, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল। তা ছাড়া প্রণববাবুর ডায়াবেটিসের সমস্যাও অনেক দিনের।

গত কিছুদিন যাবৎ দেশের ভিআইপিরাও করোনা আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই করোনা নিয়ে এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই হাসপাতালে চিকিৎসাধীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্ৰ প্রধান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনিও হাসপাতালে ভর্তি। তবে ভালো আছেন বলেই জানা গিয়েছে। করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। করোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও। তিনিই দেশের প্রথম কোনও রাজ্যপাল, যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এবার করোনা সংক্রমণ প্রাক্তন রাষ্ট্রপতির।

প্রণব মুখোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, গত এক সপ্তাহের মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁরা সকলেই যেন আইসোলেশনে থাকেন এবং যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেন।

প্রণব মুখোপাধ্যায় লেখেন, ‘অন্য কারণে হাসপাতালে গিয়েছিলাম। এরপর আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।’ আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আর সেখানে তাঁর ব্রেন সার্জারি হয়েছে। সফল সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে। জমাট বাঁধা রক্ত সরাতেই এই সার্জারি বলে জানা গিয়েছে। আপাতত সর্বক্ষণ তাঁর উপরব নজর রাখা হচ্ছে। তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Developed by