Breaking
30 Apr 2025, Wed

এইকাল নিউজ:

Advertisement
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতীকী ধর্মঘটে শামিল হলেন নৈহাটির পড়ুয়া ও শিক্ষকরা। 25 সেপ্টেম্বর, শুক্রবার এই ধর্মঘটের ডাক দিয়েছিল ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামে পরিবেশবাদী সংগঠন। নৈহাটি পুরসভার সামনে এই প্রতীকী ধর্মঘটে শামিল হয় সরংগঠনে নৈহাটি শাখা।


এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এনআইএসসি,পাভলভ ইনস্টিটিউট,হালিশহর বিজ্ঞান পরিষদ, জুভেনাইল-এর বহু সদস্য-সহ প্রায় 25-30 জন। আন্দোলন কর্মসূচি চলে বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
প্রথমে পোস্টার-প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলনকারীরা বেশ খানিকক্ষণ নৈহাটি পুরসভার সামনে অবস্থান করেন। এরপর একটি মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করেন তারা। আন্দোলন চলাকালীন পরিবেশ রক্ষার দাবিতে নানা স্লোগান ওঠে। সেই সঙ্গে ছিল বিশিষ্টদের বক্তব্য। পরিবেশের ওপর গানও পরিবেশিত হয়।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নৈহাটি প্রধান শাখার সামনে একটি পথসভার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

Developed by