Breaking
30 Apr 2025, Wed

অসহায় বর্ষীয়ান তৃণমূল নেতার পাশে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর

এইকাল নিউজ:

বীজপুরের বর্ষীয়ান তৃণমূল নেতা সুভাষ রাহার দুর্দিনে পাশে দাঁড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

সম্প্রতি ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাকের জেরে কল্যাণীর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সুভাষবাবু। তাঁর অবস্থা ছিল বেশ সংকটজনক। একদিকে সংজ্ঞাহীন, অন্যদিকে অক্সিজেন সাপোর্টে থাকা সত্ত্বেও শ্বাসকষ্ট বেড়েই চলেছে। থাবা বসিয়েছে নিউমোনিয়া সংক্রমণও। সংকটজনক এই পরিস্থিতিতে সুভাষবাবুর বাড়ি থেকে যোগাযোগ করা হয় ছাত্রনেতা তৃণাঙ্কুরের সঙ্গে। খবরটি শুনেই পাশে দাঁড়ান তৃণাঙ্কুর। তাঁর সুপারিশেই এরপর জেনারেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় অত্যন্ত সংকটজনক অবস্থায় থাকা সুভাষ রাহাকে। শুধু তাই নয়, নিজের ব্যস্ততার মধ্যেও সুভাষবাবুকে দেখতে হাসপাতালেও পৌঁছন তৃণাঙ্কুর। নিয়মিত যোগাযোগ রাখেন অসুস্থ সুভাষবাবুর পরিবারের সঙ্গেও।

সুভাষ রাহার ছেলে শোভনলাল রাহা তৃণাঙ্কুরের এই সহযোগিতার কথা উল্লেখ করে তাঁকে কৃতজ্ঞতা জানান। শোভনবাবু বলেন, ‘হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও বাবা এখনও শয্যাশায়ী। তবে তৃণাঙ্কুর সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এ যাত্রায় হয়তো আর বাবাকে ফিরিয়ে আনতেই পারতাম না।’

Developed by