এইকাল নিউজ:
টিটাগড় থানার ঢিলছোড়া দূরত্বে শুটআউট! খুন হলেন বিজেপি নেতা মণীশ শুক্লা। রবিবার সন্ধ্যার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রতিবাদে সোমবার 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় চলছে পুলিশি টহল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অবিলম্বে দোষীদের খুঁজে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি।
টিটাগড় পুরসভার বিদায়ী কাউন্সিলর ছিলেন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ মণীশ শুক্লা। এলাকায় বিপুল জনপ্রিয়তা ছিল তাঁর। ২০২০ সালের জানুয়ারি থেকে টানা দু’বছরের জন্য ডিভিশনাল ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য ছিলেন মনীশ শুক্লা। এছাড়াও রেলওয়ে বোর্ডের ব্যারাকপুরে নাগরিক স্বাচ্ছন্দ দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েকটি গুলি চালানো হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির। অর্জুন সিংয়ের লোক হিসেবেই পরিচিত মণীশ। অর্জুন বিজেপি-র সাংসদ হওয়ার পর গত বছর জুন মাসে মণীশ বিজেপিতে যোগ দেন। ঘটনায় ক্ষুব্ধ উগরে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘মণীশ আমার ছোট ভাই ছিল। সব সময় আমার সঙ্গে আমার ঢাল হয়ে থেকেছে। আজ এই বঙ্গভূমির জন্য ও শহি দ হল। এই বলিদান ব্যারাকপুর এবং বাংলা মনে রাখবে। টিএমসি, ওদের নেতা এবং পুলিশ সবাই নিজেদের এই ভুল আর কুকর্মের ফল অবশ্যই ভোগ করবেন।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।