Breaking
30 Apr 2025, Wed

ভাটপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement

আগামী ২২ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায়। চারিদিকে হিংসা-মারপিট, বিদ্বেষ লেগেই আছে। আর এর মধ্যেই সোমবার বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিললো ভাটপাড়ায়। ভোটের আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া পুরসভার কলাবাগান এলাকায় হানা দিয়ে পুলিশ বেআইনি ওই অস্ত্র কারখানার হদিশ পায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক।
পুলিশ জানিয়েছে, বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, গুলির খোল এবং আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটি কাঠামো। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।

Developed by