Breaking
30 Apr 2025, Wed

ষষ্ঠ দফা ভোটের ফের রদবদল রাজ্য পুলিশে

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement

ষষ্ঠ দফা ভোটের আগে রদবদল রাজ্য পুলিশে। পূর্ব বর্ধমান , বীরভূমের পুলিশ সুপার সহ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারের দায়িত্বের বদল ঘটালো নির্বাচন কমিশন।

জানা যাচ্ছে, বীরভূমে পুলিশ সুপারের দায়িত্ব ভার তুলে দেওয়া হয়েছে নন্দীগ্রামের ভোটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক নগেন্দ্র এিপাঠীকে। যিনি নন্দীগ্রামে অতি নিষ্ঠার সাথে সমস্ত দায়িত্ব পালন করে ছিলেন। এমনকি ওই দিন সেখানে অশান্তি চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, খাকি উর্দিতে তিনি দাগ লাগতে দেবেন না। এর আগে বীরভূমে পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মীরাজ খালিদ।

এছাড়া পূর্ব বর্ধমানে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্ব দেওয়া হলো অজিত কুমার যাদবকে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন সুকেশ জৈন। তাঁর বদলে দায়িত্বে এলেন মিতেশ জৈন।

Developed by