Breaking
15 Jan 2026, Thu

রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি খারাপ, সমস্যায় মৃতের পরিবারেরা

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

গত চারদিন হয়ে গেল রানাঘাট শ্মশানের বৈদ্যুতিক চুল্লি অকেজো হয়ে পড়ে রয়েছে। যান্ত্রিক ত্রুটির জন্য রানাঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি “বৈতরণী” বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে রানাঘাট শ্মশানে দাহ করতে আসা মৃতের আত্মীয়-পরিজনেরা বিরাট সমস্যায় পড়ছে। রানাঘাট পুরসভা সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে চুল্লির ফার্নেসে ফাটল দেখা দেয়, আর তার জেরেই ওই দিন থেকে বন্ধ শবদাহ। ইতিমধ্যে মেরামতির জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চালু হবে রানাঘাটের বৈদ্যুতিক চুল্লি “বৈতরণী”। তবে বর্তমানে এই শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় বিপাকে বিপুল মানুষ।

Developed by