Breaking
30 Apr 2025, Wed

জগদ্দলের বিধায়কের উদ্যোগে ৮০ বেডের আইসোলেশন সেন্টার চালু

শোভনলাল রাহা:

জগদ্দলের মানুষের জন্য সুখবর। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের প্রচেষ্টায় বেল্লে শংকরপুর রাজীবগান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে চালু হল ৮০ শয্যার কোভিড আইসোলেশন সেন্টার। বৃহস্পতিবার দুপুরে এই জগদ্দলের এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক সোমনাথ শ্যাম। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

বিধায়ক সোমনাথ শ্যাম জানালেন, এই সেন্টারে কোভিড আক্রান্ত রোগীদের জন্য থাকছে যাবতীয় ওষুধ ও খাবারের ব্যবস্থা। থাকছে অক্সিজেন পরিসেবাও। এছাড়া ২৪ ঘন্টা নার্স ও আয়া থাকবেন রোগীদের দেখভালের জন্য। রয়েছে নিয়মিত ডাক্তারি পরিচর্যার ব্যবস্থাও। রোগীর অবস্থার অবনতি হলে কভিড হাসপাতালে স্থানান্তকরনের ব্যবস্থাও করা হবে বলে জানা গেল।

অন্যদিকে বুধবার চালু হওয়া বীজপুরের সেফহোমে ইতিমধ্যেই শুরু হয়েছে কোভিড আক্রান্তদের চিকিৎসা।

Developed by