Breaking
30 Apr 2025, Wed

ওয়ার্ল্ড থিংকিং ডে: শিয়ালদা জেলা স্কাউট এর রক্তদান শিবির

এই কাল নিউজ :

Advertisement

পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এর দ্বিতীয়বর্ষ রক্তদান উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল শিয়ালদা ডিআরএম স্পোর্টস গ্রাউন্ড সংলগ্ন রেলওয়ের নিজস্ব পরিসরে l রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট রেল আধিকারিক এডিআরএম (আই) তথা ডিস্ট্রিক্ট চীফ কমিশনার এস এস প্রিয়দর্শী, ডিস্ট্রিক্ট কমিশনার তথা সিনিয়র ডিইএন কার্তিক সিং, সিনিয়র ডিপিও মহম্মদ তারিখ প্রমুখ l ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিশনার (স্কাউট) কমল মুখোপাধ্যায় এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি শুভঙ্কর শীল জানান, ‘২২ ফেব্রুয়ারী স্কাউট এর প্রতিষ্ঠাতা বেডেন পাওয়েল এর জন্মদিবস অর্থাৎ ‘ওয়ার্ল্ড থিংকিং ডে’এই দিনটা বিশ্বস্কাউটিং এর কাছে একটি অন্যতম স্মরণীয় দিবস, গোটা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের সঙ্গে রেলজোন রাজ্যেগুলির বিভিন্ন জেলাতে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে, প্রকৃত অর্থে সমাজসেবার জন্য কোথাও রক্তদান উৎসব, নাগরিক সেবা,সচেতনতা প্রচার,সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং এ যোগদান সম্পর্কিত প্রচার ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে সাড়ম্বরে, আমরা চাইবো আগামীতে প্রতিটি রেলপরিবার এবং সাধারণ পরিবারের মানুষ স্কাউটিং এ যোগ দিন, এবং বিশ্বস্কাউটিং পরিবারের একজন সদস্য হয়ে সমাজসেবার এই আন্দোলনকে সম্প্রসারিত করুন l” এদিন মোট ৫২জন স্কাউট পরিবারের সদস্য এবং শুভাকাঙ্খী তাদের অমূল্য রক্ত তুলে দিয়েছেন বিআরসিং এবং সেন্ট্রাল ব্লাড সেন্টারের কাছে l প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে এদিন জেলাস্তরে স্কাউটিং সংক্রান্ত পর্যালোচনা এবং কৌশলগত পরিকল্পনা সভাও আয়োজিত হয়, যেখানে জেলা কর্মকর্তা, রেলআধিকারিক ছাড়াও হাজির ছিলেন জেলার বিভিন্ন গ্রুপের গ্রুপ লিডারগণ l

Developed by