Breaking
30 Apr 2025, Wed

গয়েশপুরে নির্বাচনী সভায় মুকুল-অর্জুনকে তোপ মমতার

রঞ্জন ভট্টাচার্য, এইকাল নিউজ:

Advertisement
গয়েশপুরে নির্বাচনী সভায় বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের এই সভায় মোদী তথা বিজেপিকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ভোট এসেছে তাই দেখা মিলছে ওদের।

মুকুল রায় ও অর্জুন সিং সম্পর্কেও একরাশ ক্ষোভ উগড়ে দেন মা-মাটি-মানুষের নেত্রী। মুকুল রায় প্রসঙ্গে মমতা বলেন, ‘আগে এক গদ্দারকে তাড়িয়েছি। ও আমার সব নিয়ে গেছে। ওকে সব দিয়েছিলাম নিজে না খেয়ে। এখন বিজেপির বড় নেতা হয়েছে। আমরাও নতুন নেতা তৈরি করব নতুনদের নিয়ে।’ অপরদিকে অর্জুন প্রসঙ্গে নেত্রী বলেন, ‘ভাটপাড়ার আরেক গদ্দারকেও আমরা তাড়িয়ে দিয়েছি।’

প্রায় আধ ঘণ্টার ভাষণে কল্যাণী, হরিণঘাটা ও গয়েশপুরের উন্নয়ন তালিকা তুলে ভোট চান এলাকার মানুষের কাছে। এই সভায় দলের প্রার্থী মমতাবালা ঠাকুর, কল্যাণীর বিধায়ক ও বহু নেতা উপস্থিত ছিলেন।

Developed by