Breaking
15 Jan 2026, Thu

কল্যাণীতে প্রচারে কং প্রার্থী সৌরভ

রঞ্জন ভট্টাচার্য, এইকাল নিউজ: শনিবার সকাল থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌরভ প্রাসাদ কল্যাণী বিধানসভা এলাকায় প্রচার করলেন। সকাল থেকে রাত পর্যন্ত এদিনের প্রচারে তাঁর সঙ্গে ছিলেন গয়েশপুর টাউন কংগ্রেস সভাপতি দেবাশিস দে।

Developed by