Breaking
30 Apr 2025, Wed

সচেতনতা বাড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ম্যারাথন দৌড়

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

Advertisement

সচেতনতা বাড়াতে ম্যারাথন দৌড়ের আয়োজন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শনিবার সকালে জগদ্দল থানা থেকে ভাটপাড়া থানা পর্যন্ত ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় হয়। উদ্দেশ্য সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার। দৌড়ে সামিল হন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা স্বয়ং।

মানুষকে সচেতন করার জন্যই এই বিশেষ ইভেন্ট বলে জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ কমিশনার জানান, জনসচেতনতা বাড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় পথদুর্ঘটনার ২৪ থেকে ২৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

এদিনের ম্যারাথন দৌড়ে পুলিশ পুরুষ-মহিলা থেকে শুরু করে সাধারণ পুরুষ ও মহিলারাও অংশ নেন।

Developed by