Breaking
15 Jan 2026, Thu

নৈহাটির পরিবর্ধিত পুরো প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

*শোভনলাল রাহা, এইকাল নিউজ:

নৈহাটি পুরসভার উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক।
নৈহাটিতে পরিবর্ধিত পৌর প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় বলেন, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এই ভবন নির্মিত হয়েছে পুরপরিষেবার স্বার্থে।
নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সনৎ দে বলেন, নব নির্মিত এই তিনতলা বিল্ডিং এ মুখ্য প্রশাসক, নৈহাটির বিধায়ক, এবং পুরসভার প্রসাশক মন্ডলীর সমস্ত সদস্যদের আলাদা আলাদা করে ঘর রয়েছে। রয়েছে মিটিং রুম। এছাড়া পুরনো বিল্ডিং এ পুরসভার মিড-ডে-মিল সহ বিভিন্ন দপ্তরের কাজ চলবে। এতদিন কিছুটা স্থান সংকুলানের কারণে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের কোন ঘর ছিল না। এই সমস্যা দূর হলো। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, উন্নততর পুরপরিষেবার স্বার্থে এই বিল্ডিং এরউদ্বোধন হলো।
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়ার মুখ্যপুর প্রশাসক সুদামা রায়, হালিশহরের মুখ্যপুর প্রশাসক রাজু সাহানি, বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম, টিটাগর পুরসভার মুখ্য প্রশাসক প্রশান্ত চৌধুরী, নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি ড.রতন কুমার নন্দী প্রমুখ।

Developed by