Breaking
15 Jan 2026, Thu

এনআরএস কাণ্ডে আজ ২ ছাত্রীর টিআই প্যারেড

নিজেস্ব প্রতিনিধি, কলকাতা:

এনআরএস কাণ্ডে দুই নার্সিং ছাত্রীর টিআই প্যারেড হবে বৃহস্পতিবার। আলিপুর মহিলা জেলেই হবে টিআই প্যারেড। অন্যদিকে এনআরএস হাসপাতালে বৃহস্পতিবার বিক্ষোভ অব্যাহত নার্সদের। তাঁদের দাবি অবিলম্বে হাসপাতালকে কুকুর মুক্ত করতে হবে। পাশাপাশি, ধৃত দুজনকে কোনওভাবেই সাসপেন্ড করা চলবে না বলে দাবি জানিয়েছেন তাঁরা। এনআরএস কাণ্ডে ২ অভিযুক্ত সোমা বর্মন ও মৌটুসি মণ্ডল বুধবারই জামিন পেয়েছেন। তবে সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য তাঁরা রাত কাটিয়েছে প্রেসিডেন্সি জেলেই। অভিযুক্ত আরও ৩ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে এন্টালি থানার পুলিস।

Developed by