Breaking
15 Jan 2026, Thu

এইকাল নিউজ: শাড়িতেও এবার ভোটের রং। ভোটের প্রচারে ঝড় তুলতে রাজনৈতিক কর্মীদের এতদিন নিজের দলের প্রতীক আঁকা পোশাক পরতে দেখা গিয়েছে। ছেলেদের শার্ট বা মেয়েদের শাড়ি, টুপি, ছাতায়
কাস্তে-হাতুড়ি, হাত, ঘাসফুল, কিংবা পদ্ম ফুটিয়ে দলবেঁধে প্রচারে বেরনো, বা বিলি করে জনসমর্থন আদায়ের চেষ্টা নতুন নয়। কিন্তু সে সব কিছুকে পিছনে ফেলে
এবার ভোট উত্তাপ পৌঁছে গিয়েছে একেবারে ব্যবসায়িক ক্ষেত্রেও। এখন আর শুধু ভোট প্রচার নয়, শহরের বাজারের ছোট-বড় বিপনিতে ভিড় টানছে মোদি ও মমতা শাড়ি।

দোকানগুলিতে রীতিমতো একে অপরকে টেক্কা দিয়ে দেদার বিকোচ্ছে যুযুধান দুই নেতা-নেত্রীর ছবি আঁকা শাড়িগুলি। নির্বাচনী ফলাফল যা-ই হোক, এবারের লোকসভা ভোটে মোদি-মমতা শাড়ির রমরমা কারবার যে বাড়তি পাওনা, এক বাক্যে তা মানছেন বস্ত্র ব্যবসায়ীরা।

Developed by