Breaking
25 Sep 2025, Thu

আস্হা ভোটে হার, পুরপ্রধান পদ খোয়ালেন অর্জুন

এইকাল নিউজ: লোকসভা ভোটের আগেই বড় ধাক্কা খেলেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার আস্থা ভোটে পরাজিত হয়ে পুরপ্রধান পদ খোয়ালেন তিনি। পুরসভার 35জন কাউন্সিলরের মধ্যে সোমবার দুপুরে আস্থা ভোটে হাজির ছিলেন 33জন। ভোটাভুটির পর 22-11 ব্যবধানে পরাজিত হন অর্জুন। লোকসভার আগে এই পরাজয় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হওয়া অর্জুনের কপালের ভাঁজ আরও চওড়া করল বলেই মত রাজনৈতিক মহলের। তৃণমূল শিবিরের দাবি, পুরসভা থেকেই পতন শুরু দলত্যাগী নেতার।

Developed by