এইকাল নিউজ: পুড়ে ছাই হয়ে গেল কাঁচরাপাড়ার বিবেকানন্দ মার্কেট। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ কাঁচড়াপাড়া স্টেশন সংলগ্ন বিবেকানন্দ মার্কেটে আগুন লাগে। নিমেষে আগুন ভয়াবহ আকার নেয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে আরও কয়েকটি ইঞ্জিন আসে। কিন্তু পর্যাপ্ত জলের অভাবে দমকল প্রাথমিকভাবে আগুন আয়ত্বে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে প্রায় 40 মিনিট কেটে গিয়েছে। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানপাট। রাস্তায় নেমে আসে এলাকার মানুষ। পরে ঘটনাস্থলে আসেন বীজপুরের বিধায়ক শুভ্রঅংশু রায়, কাঁচড়াপাড়ার পুরপ্রধান সুদামা রায়।
ছবি: রঞ্জন ভট্টাচার্য