Breaking
15 Jan 2026, Thu

এইকাল নিউজ: তৃণমূল ছেড়ে বিজেপতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলে চোরা স্রোতের কথা বলেছেন অর্জুন সিং। শুক্রবার উপপুরপ্রধান-সহ হালিশহর পুরসভার চার কাউন্সিলরের গেরুয়া শিবিরে যোগদানের পর সেই তত্ত্বই আওড়ালেন অর্জুন। সাফ জানালেন, এটা কিছুই নয়। অপেক্ষা করছে আরও অনেক বড় বড় চমক। যদিও কী সেই চমক, সে বিষয়ে খোলসা করে কিছু এখনই কিছু বলতে নারাজ তিনি।

Developed by