Breaking
30 Apr 2025, Wed

করোনা মোকাবেলায় অন্য রাজ্যের কাছে মডেল পশ্চিমবঙ্গ: মুখ্যমন্ত্রী

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের কাছে মডেল। শুক্রবার নবান্নে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ এবং সেই সময় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সঠিক চিকিৎসায় আক্রান্তদের সুস্থ করা যাবে বলেও সে বিষয়ে আশাবাদী তিনি। একই সঙ্গে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য তাঁর।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশে আর কোন রাজ্যে এত ভালোভাবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা পাওয়া যাচ্ছেনা। একমাত্র পশ্চিমবঙ্গে সেই পরিষেবা পাওয়া যাচ্ছে। আপনারা অযথা ভিড় করবেন না সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিস কিনুন।’ তিনি আরো বলেন, ‘যেহেতু কিছু না বলেই লকডাউন হয়ে গেছে তাই সাধারণ মানুষের গুছিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে।’বিরোধীদের একহাত নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কাজ করলেই লোকে ভুল করে। কাজ না করলে ভুল হয় না। এখন রাজনীতি করার সময় নয়। এই লড়াই আমাদের জিততে হবে। করোনা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে।’পশ্চিমবঙ্গের তিনটি দেশের সীমান্ত থাকায় এই রাজ্যে কোন সংক্রমণ বেশি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যে সবথেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন করোনা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে মন্তব্য তার। একইসঙ্গে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সমস্যা সুবিধা-অসুবিধা এর কথা নিয়মিত রাজ্যের তরফে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Developed by