Breaking
30 Apr 2025, Wed

ভিন রাজ্যের ৬৫ শ্রমিকের খাদ্যের দায়িত্ব নিল পূর্ত দফতর

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement

মাঝেরহাট ব্রিজ মেরামতিতে কাজে লেগেছিলেন স্থানীয়-সহ ভিন রাজ্যের শ্রমিকরা। স্থানীয় শ্রমিকরা ফিরে গেছেন যে যার বাড়িতে। আটকে পড়েছেন ভিন রাজ্যের ৬৫ জন শ্রমিক। এবার সেই ৬৫ জন শ্রমিকের খাবার ব্যবস্থা করল পূর্ত দফতর। শনিবার এমনটাই জানা গিয়েছে পূর্ত দফতরের তরফে।
মাঝেরহাট সেতু মেরামতের দায়িত্ব নিয়েছিল পূর্ত দফতর। তবে পূর্ত দফতরের হাতে নতুন দায়িত্ব পড়ায় বন্ধ হয়ে যায় ব্রিজ মেরামতির কাজ। শহরের করোনা মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশে শহরের বেশ কিছু হাসপাতালের পরিকাঠামোকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই কাজের দায়িত্ব পড়েছে পূর্ত দফতরের হাতে। তাই করোনা মোকাবিলার চক্করে আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় মাঝেরহাট সেতু মেরামতের কাজ। কবে আবার সেই কাজ শুরু হবে তা জানেন না সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকরাও।
উল্লেখ্য, করোনা আবহে হঠাৎ করেই দেশজুড়ে জারি হয় লকডাউন। এই সংকটকালীন পরিস্থিতিতে থমকে একাধিক কাজকর্ম। তেমনি থমকে গিয়েছে মাঝেরহাট সেতু মেরামতির কাজ। তবে নিজেদের রাজ্যে ফিরতে পারেননি বেশ কিছু শ্রমিক। এদিকে কাজ না থাকায় তাদের খাওয়া-দাওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। এই সময় পূর্ত দফতর ভিন রাজ্যের শ্রমিকদের খাওয়ার দায়িত্ব নিল।

Developed by