Breaking
15 Jan 2026, Thu

দুস্থদের জন্য বস্ত্রদান অনুষ্ঠান

এইকাল নিউজ: লাহিড়ী পরিবারের মূল উদ্যোক্তা তথা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রদ্যুৎ লাহিড়ীর উদ্যোগে দুর্গাপূজার পঞ্চমীর দিন বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল কিশোরবাহিনী ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু নস্কর, সংহিতা লাহিড়ী, এইকালের সম্পাদক শোভনলাল রাহা, ছিলেন সংগীত শিল্পী অহনা ঘোষ। অনুষ্ঠানে এলাকার 50 জন দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়।

Developed by